Site icon Jamuna Television

ঝড়ে উড়ে গেলো ওমর সানীর ‘চাপওয়ালা’

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানীকে চলচ্চিত্রের পর্দায় এখন খুব একটা দেখা যায় না। তবে, সোস্যাল মিডিয়ার কল্যাণে ঠিকই তিনি থাকেন আলোচনায়। আজকাল রেস্টুরেন্ট ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত থাকেন।

নানা সময়ে জানা গেছে, তার রেস্টুরেন্ট ব্যবসা বেশ ভালো চলছে। কিন্তু গেল রাতের ঝড়ে রীতিমত ওলট-পালট হয়ে গেছে তার খাবারের দোকান ‘চাপওয়ালা’র সাভার শাখা।

ফেসবুকে পোস্ট করা কিছু ছবিতে সে কথা নিজেই জানিয়েছেন ওমর সানী। ঝড়ো বাতাসে উড়ে গেছে রেস্টুরেন্টের নামফলক।

ওমর সানী লিখেছেন, গতকাল রাতে ঘূর্ণিঝড়ে আমাদের চাপওয়ালা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সাভার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্ষতি সারিয়ে ফেলতে পারি।

/এমএইচআর

Exit mobile version