Site icon Jamuna Television

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে খুন, পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসী আফসার মোল্লার স্ত্রীকে হত্যার দায়ে পরকীয়া প্রেমিক ওবায়দুর মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুর মোল্লা (২৮) জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে। জামিন নিয়ে পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন ওবায়দুর।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী গ্রামের আফসার মোল্লার সঙ্গে পাশের মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের জলিল মুন্সীর মেয়ে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১১ ও ৮ বছরের দুটি সন্তান রয়েছে।

জীবিকার তাগিদে সৌদিতে চলে যান মনিরা বেগমের স্বামী আফসার মোল্লা। স্বামী প্রবাসে থাকায় স্ত্রী মনিরার সঙ্গে প্রতিবেশী ওবায়দুরের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিরা বেগম ওবায়দুরকে বিয়ের জন্য চাপ দিতে থাকে।

২০১৯ সালের ১০ মার্চ রাতে মনিরাকে স্বামীর বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ ওই গ্রামের গমক্ষেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় ওবায়দুর। ঘটনার ৪ দিন পর মনিরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে প্রথমে নিখোঁজ জিডি ও মরদেহ উদ্ধারের পর ওবায়দুরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমালী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান মামলাটি তদন্ত করে হত্যাকাণ্ডে পরকীয়া প্রেমিক ওবায়দুর মোল্লার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ১৭ মার্চ ওবায়দুরকে গ্রেফতার করা হয়। এরপর ওবায়দুর আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে মনিরা বেগমকে হত্যার দায় স্বীকার করেন। এরপর জামিনে বেরিয়ে আসেন কারাগার থেকে।

রাষ্ট্রপক্ষের এপিপি মো. সানোয়ার হোসেন রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন,  দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম দন্ডবিধি ৩০২ ধারায় আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

/এএম

Exit mobile version