Site icon Jamuna Television

মস্কোর কনসার্টে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

ফাইল ছবি

মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া এক শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের উপর হামলা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় নিহত সকালের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে কনসার্ট চলাকালে পাঁচ বন্দুকধারী হামলা চালায়। হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪৩। তা ছাড়া ১২১ জন আহতদের মধ্যে ১০৭ জন এখনও হাসপাতালে।

এটিএম/

Exit mobile version