Site icon Jamuna Television

খাবার ও চিকিৎসার অভাবে গাজায় ইসরায়েলি জিম্মির মৃত্যু

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা। ফাইল ফটো

খাবার ও চিকিৎসার অভাবে এবার মৃত্যু হলো ইসরায়েলি এক জিম্মির। এমনটা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (২৩ মার্চ) টেলিগ্রামে ওই জিম্মির মৃত্যুর খবর নিশ্চিত করে কাসেম বিগ্রেড। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করে। সেখানে এক ইসরায়েলি জিম্মির মৃত্যুর কথা জানায় হামাসের সশস্ত্র শাখা। খাদ্য সংকট ও চিকিৎসার অভাবে এই প্রাণহানি, এমনটাও জানান তারা। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে, ছোট এক ভিডিওতে ইসরায়েলি জিম্মিকে নিজের নাম বলতে শোনা যায়।

প্রায় ৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকা। খাবারের অভাব, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। গাজাবাসী যেভাবে খাদ্য ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, সেই দশাই হবে ইসরায়েলি জিম্মিদের; হুঁশিয়ারি কাসেম ব্রিগেডের। তবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

/এএম

Exit mobile version