Site icon Jamuna Television

হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় ৪ দর্শক নিহত

হাঙ্গেরিতে প্রতিযোগিতা চলাকালীন একটি রেস কার সড়ক থেকে ছিটকে দর্শকদের গায়ে ধাক্কা দিয়েছে। এতে চারজন নিহত ও অপর  আটজন আহত হয়েছেন। রবিবার (২৪ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রোববার (২৪ মার্চ) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দু’টি শহরের মাঝে আয়োজন করা হয় কার রেসের। খেলা দেখতে পথের দুই ধারে ভিড় জমান হাজার হাজার দর্শক। খেলার শুরুর কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি। নির্দিষ্ট লেন ছেড়ে নেমে যায় রাস্তার পাশে। সজোরে ধাক্কা দেয় খেলা দেখতে আসা দর্শকদের।

উল্লেখ্য, এরকম ঘটনায় প্রতিযোগিতা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে হাসপাতালে নেয়া হয় হতাহতদের। তবে, কী কারণে রেসিং কারটি নিয়ন্ত্রণ হারালো তা জানা যায়নি এখনও।

/এমএইচআর

Exit mobile version