Site icon Jamuna Television

সিলেট টেস্ট: সাদা পোশাকে সাফল্য কত দেরি পাঞ্জেরি?

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৭ রানে ৫ উইকেটের দলীয় স্কোর নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ।

নিশ্চিত পরাজয় দরজায় কড়া নাড়ছিল। তবে পরাজয়ের ব্যবধান কতটা কমিয়ে আনতে পারে বাংলাদেশ, সেটিই দেখার বাকি ছিল। কিন্তু আগের দিন বিকেল যেখান থেকে শেষ হয়েছিল, একই ভাবে একই কায়দায় আজকের সকালও শুরু করে বাংলাদেশের ব্যাটাররা।

দিনের শুরুতে ৪ রান যোগ হতেই বিদায় নেন তাইজুল ইসলাম। এরপর অবশ্য মেহেদী মিরাজ ও শরিফুলকে সাথে নিয়ে দুটি মাঝারি ধরনের পার্টনারশিপও গড়েন মমিনুল হক। ৬৬ ও ৪৭ রানের সেই পার্টনারশিপ বাংলাদেশের পরাজয়ের আঘাতে প্রলেপ লাগিয়েছে কিছুটা। মেহেদী মিরাজ ও শরিফুল আউট হন যথাক্রমে ৩৩ ও ১২ রান করে। দলের শেষ দুই ব্যাটার খালেদ আহমেদ ও নাহিদ রানা ফিরে গেছেন শূন্য রানে। দলের সাতজন ব্যাটার আউট হয়েছেন এক অঙ্কের রানে যেখানে পাঁচজন ফিরেছেন শূন্য রানে।

লঙ্কানদের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রাজিথা। উভয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা হয়েছেন ম্যাচসেরা।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দুদলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

/এমএইচআর

Exit mobile version