Site icon Jamuna Television

২ দিনের ব্যবধানে খাতুনগঞ্জে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা

পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। পেঁয়াজ রফতানিতে ভারত গত ২২ মার্চ অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকে দেশের বাজারে পেঁয়াজের দর বাড়তে থাকে।

দুই দিনের ব্যবধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশি জাতের পেঁয়াজের দর ২০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর ভারতীয় জাত বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। চট্টগ্রামের বিভিন্ন খুচরা দোকানে মানভেদে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। রাজধানীতে দেশি জাতের যোগান বেশ ভালো। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে।

দোকানদাররা বলছেন, আড়ত ও পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। আর এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। বিপরীতে বাজার তদারকি শুরুর তাগিদ দিচ্ছেন ক্রেতারা।

/এমএন

Exit mobile version