Site icon Jamuna Television

দুবাইয়ের পথে প্রশান্তি দেবে ‘স্মার্ট ছাতা’

শহরে পথচারীদের চলাচল আরও স্বাচ্ছদ্যপূর্ণ করতে চমকপ্রদ উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই কর্তৃপক্ষ।

রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে পথচারীরা বিনামূল্যে ধার নিতে পারছেন ‘স্মার্ট ছাতা’। যৌথভাবে এ পরিষেবা দিচ্ছে শহরটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ও কানাডার স্মার্ট ছাতা পরিষেবা সংস্থা অ্যামব্রাসিটি। বর্তমানে আল ঘুবাইবা বাস ও মেট্রো স্টেশন থেকে স্মার্ট ছাতা ধার নেওয়া যাচ্ছে।

দুবাইয়ের ফুটপাতকে আরও বেশি চলাচলবান্ধব করা জন্য এ পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। এতে বাসিন্দা ও দর্শনার্থীরা রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করে গন্তব্যে যেতে পারবেন। ‘দুবাই ২০৪০ আরবান মাস্টার প্ল্যানের’ মাধ্যমে শহরটিকে আরও টেকসই, স্বাস্থ্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি রয়েছে কর্তৃপক্ষের।

স্মার্ট ছাতা প্রকল্পটিও এর আওতাধীন। যাত্রীরা সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের দেয়া কার্ড ব্যবহার করে ছাতা ধার নিতে পারবেন।

/এমএমএইচ

Exit mobile version