Site icon Jamuna Television

কোহলির ফিফটির সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

ভিরাট কোহলি মানেই রেকর্ড। ভারতীয় ক্রিকেটে, পোস্টার বয় গড়ে চলেছেন একের পর এক কীর্তি। সোমবার, ভারতীয় খেলোয়াড়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়লেন। ব্যাটিংয়ে নেমেও ছুঁলেন নয়া মাইলফলক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গড়লেন অর্ধশতরানের সেঞ্চুরি।

ওপেনিংয়ে নেমে, ৭৭ রানের ইনিংস খেলেন কোহলি। ৪৯ বলে, ১১টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এরমাধ্যমে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অর্ধ-শতরানের সেঞ্চুরি পূর্ণ করেন কিং কোহলি।

টি-টোয়েন্টিতে, সবচেয়ে বেশি অর্ধশতরান ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির ঝুঁলিতে রয়েছে ১১০টি হাফ সেঞ্চুরি। দ্বিতীয় অবস্থানে, অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনিও করেছেন ১০৯টি অর্ধশত রান। এই দু’জনের পর তৃতীয় স্থানে থাকলেন কোহলি।

টি-টোয়েন্টি ক্রিকেটে, ৯৮টি হাফসেঞ্চুরি বাবর আজমের। পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। তার দখলে রয়েছে ৮৬টি অর্ধশতক।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে কোহলি। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। অধিনায়ক রোহিতের টি-টোয়েন্টি ক্রিকেটে অর্ধশতরানের ইনিংস আছে ৮১টি । তৃতীয় স্থানে পাঞ্জাবের ক্যাপ্টেন শেখর ধাওয়ান।

/আরআইএম

Exit mobile version