Site icon Jamuna Television

নির্যাতিত গৃহবধুর অপরিণত শিশু প্রসব

নীলফামারীর ডিমলায় নির্যাতনের শিকার গৃহবধূ শেফালি বেগম অপরিণত এক শিশুর জন্ম দিয়েছেন।

স্বজনরা জানান, শরীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার শেফালিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ভোরে সেখানে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্প্রতি গরু চুরির অপবাদ দিয়ে ওই গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় মামলা হলে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

/আরএএম

Exit mobile version