Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট শহরের একটি দোকানে অগ্নিকাণ্ডে দুই সহদরসহ ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোর রাতের দিকে এ দুর্ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, প্রভিংসের ব্রিটস এলাকায় অবস্থিত একটি দোকানে কাজ করতেন ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম। রাতে দোকানেই ঘুমিয়ে ছিলেন এসময় আগুন লাগলে দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিসকর্মীরা।

তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। নিহতদের মরহেদ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version