Site icon Jamuna Television

কুমিল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার হোমনায় প্রবাসী স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ মার্চ)  দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় মো. শাহজাহান নামে এক আসামিকে খালাস দেয়া হয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৩ সালের ৯  জুন ঢাকায় যাওয়ার জন্য হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল। পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম। পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মো. শাহজাহান, মো. কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মো. রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

মামলায় মোট ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমানিত হয়। পরে আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন বলেও জানা গেছে।

/এএস

Exit mobile version