Site icon Jamuna Television

দশ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ২০০৮ সালে নৌকা ও আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বলেই গত দশ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সকালে গণভবনে মোবাইল নম্বর পোর্টেবিলিটি সার্ভিস এমএনপিএস’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দুই মেয়াদের ক্ষমতায় আওয়ামী লীগ দেশের তরুণদের জন্য লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ও কাজের সুযোগে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এখন আর চাকরির জন্য কাউকে পরমুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে সরকার যথেষ্ট সচেতন। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে তরুণদের জন্য আধুনিক-বাসযোগ্য দেশ গড়ে তোলা হবে।

Exit mobile version