Site icon Jamuna Television

সুপ্রিম কোর্ট বার: বিএনপিপন্থীদের দায়িত্ব না নিতে চিঠি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংগঠনটির সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল তাদের এ চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র কেন্দ্রীয় নেতা, উপদেষ্টামন্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় গত ১০ মার্চ ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে ন্যায়সংগত যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ নিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত পরে জানাবেন। বার নির্বাচন নিয়ে বিএনপির এক আইনজীবী নেতা সরকারের সাথে আঁতাত করেছেন বলেও অভিযোগ করেন।

/এমএন

Exit mobile version