Site icon Jamuna Television

বাল্টিমোর সেতু দুর্ঘটনা: নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিজটির কাছাকাছি এলাকায় পানির নিচে একটি পিক আপ ট্রাকে মেলে মরদেহ দুটি। বৃহস্পতিবার (২৮ মার্চ) এমনটা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।

উদ্ধারকৃত দু’জন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তাদের বয়স ৩৫ ও ২৬ বছর। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বুধবার (২৭ মার্চ) আবার শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনায় এখনও নিখোঁজ চারজনের সন্ধানে চলছে অভিযান। তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিধ্বনির মাধ্যমে পানির নিচের যে অঞ্চলটিতে মরদেহ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে পৌঁছাতে পারছেন না ডুবুরিরা।

গত সোমবার (২৫ মার্চ) স্থানীয় সময় গভীর রাতে বাল্টিমোর বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ডালি। কিছুক্ষণ পর হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ফ্রান্সিস স্কট কি ব্রিজকে ধাক্কা মারে জাহাজটি। মুহূর্তেই ভেঙে পড়ে সেতুটি। দুই মিনিট আগে সতর্কবার্তা দেয়ায় আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

২১ ক্রুর সবাই ভারতীয়। সবাইকে উদ্ধার করা হয়েছে। আটকে থাকা জাহাজে ১৫ লাখ গ্যালন জ্বালানি তেলসহ নানা ধরনের রাসায়নিক পদার্থ আছে। এগুলোর কোনো কোনোটি বিপজ্জনক ও দাহ্য।

/এএম

Exit mobile version