Site icon Jamuna Television

নবাবগঞ্জ থেকে নকল ওষুধসহ তিনজন গ্রেফতার

নবাবগঞ্জ থানা এলাকা থেকে বিভিন্ন নামি দামি কোম্পানির নকল ওষুধসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গ্রেফতার তিন আসামির ২ জন ওষুধ কোম্পানির রিপ্রিজেনটিটিভ এবং একজন ফার্মেসির মালিক। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল ওষুধ মজুদ ও বিক্রি করে আসছিল।

পুলিশ সুপার আরও জানান, এসব নকল ওষুধ তৈরিতে যারা কাজ করছে, তাদের সন্ধান পাওয়া গেছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ চক্র। ওষুধ কোম্পানির রুট লেভেলের ডিস্ট্রিবিউটররা অবৈধভাবে লাভবানের উদ্দেশ্যে এমন ভেজাল-নকল ওষুধ ক্রয় করছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ফার্মেসি মালিকদের যাচাই-বাছাই করে প্রকৃত ফার্মেসি কোম্পানির ওষুধ ক্রয় করার আহ্বান জানানো হয়। আর যারা বেশি লাভের উদ্দেশ্যে এমন ভেজাল মেডিসিন বিক্রি করবে, তাদের গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশ সুপার।

/এএম

Exit mobile version