Site icon Jamuna Television

আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

১১ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি সাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রকিবুল ইসলাম বকুলের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

নিতাই রায় জানান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বিরুদ্ধে ঢাকার রমনা ও পল্টন থানায় আটটি এবং খুলনার বিভিন্ন থানায় তিনটিসহ মোট ১১ মামলায় আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাকে মহানগর দায়েরা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী হন তিনি।

/এএম

Exit mobile version