Site icon Jamuna Television

বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেয়া ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মো. আব্দুল জলিল (৪০) উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি শ্যামের পাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৭ মার্চ) সকালে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মা মোছা. খোদেজা। তিনি জানান, তার ছেলে তাকে ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরে তার মায়ের অভিযোগের ভিত্তিতে আব্দুল জলিলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইনের একটি ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

/আরএইচ

Exit mobile version