Site icon Jamuna Television

১৫-২০ দিন পর নির্বাচনের তফসিল ঘোষণা: ওবায়দুল কাদের

১৫-২০ দিন পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে নির্বাচনকালীন সরকার, তবে এর আকার ও কাজের ধরণে পরিবর্তন আসবে বলেও জানান তিনি। নির্বাচনকালীন মন্ত্রিসভায় কে কে থাকবেন তা এখনো নিশ্চিত নয়। সকালে রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে সড়ক ব্যবস্থাপনা নিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সমাবেশের অনুমতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক নাটক করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সমাবেশ করতে কারো বাধা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, নিরাপত্তার বিষয়ে পুলিশ তদারকি করবেই। নির্বাচন কমিশনের বিভক্তি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের।

Exit mobile version