Site icon Jamuna Television

‘ক্রিপ্টো কিং’ ফ্রেইডের ২৫ বছরের কারাদণ্ড

অর্থ জালিয়াতির অপরাধে ‘ক্রিপ্টো কিং’ হিসেবে পরিচিত স্যাম ব্যাংকম্যান ফ্রেইডকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) এই রায় দেন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত। জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ব্যাংকম্যান ফ্রেইডের দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল করবে তার টিম। ‘ক্রিপ্টো কিং’-এর এক প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানায়, ফ্রেইডের বাবা-মা এই বিচারে হতবাক হয়েছেন। তাদের ছেলের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্সের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৮ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন এই ব্যাংকম্যান। দেউলিয়া হয়ে পড়া এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী ছিলেন তিনি। বিটকয়েনের ব্যবসা করে ৩২ বছর বয়সী ব্যাংকম্যান রাতারাতি বনে যান বিলিয়নিয়ার। তবে মাত্র তিন বছরেই দেউলিয়া হয়ে পড়ে তার প্রতিষ্ঠান। এরপরই জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের শেষ নাগাদ গ্রেফতার হন তিনি।

/এএম

Exit mobile version