Site icon Jamuna Television

বাস টার্মিনালে নেই ভিড়, অনলাইন টিকিটে আগ্রহী যাত্রীরা

ট্রেনের মতো বাসের অগ্রিম টিকিটও পাওয়া যাচ্ছে অনলাইনে, সেখানেই চলছে বেচাকেনা। ফলে, ঈদযাত্রায় টার্মিনালগুলোয় নেই যাত্রীদের সেই চিরচেনা উপচে পড়া ভিড়। গত সপ্তাহ থেকে আগাম টিকিট বিক্রি শুরু হলেও ইতোমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ টিকিটই অনলাইনে বিক্রি হয়েছে।

এর ফলে, ঈদযাত্রায় ট্রেন ও বাসের টিকিট কেনা নিয়ে যাত্রী হয়রানি অনেকটা কমেছে। কিন্তু, যাদের অনলাইনে টিকিট কেনার মতো কারিগরি জ্ঞান বা ডিভাইস নেই তারা সরাসরি কাউন্টার থেকে কিনছেন টিকিট।

সরেজমিন দেখা গেছে, গাবতলী, কলাবাগান, শ্যামলী, কল্যাণপুর ও মহাখালী কাউন্টারগুলোয় টিকিট বিক্রির তেমন ভিড় নেই। দেখা গেছে, ৮ এপ্রিলের বাসের টিকিটের চাহিদা বেশি।

এদিকে, ঈদ উপলক্ষ্যে ঢাকা-বরিশাল নৌপথে ৬ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে। তবে, ঢাকা থেকে অগ্রিম টিকিট নেয়ার তেমন তোড়জোড় চোখে পড়েনি।

/এমএইচ

Exit mobile version