Site icon Jamuna Television

ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুরে যুব মহিলা লীগ নেত্রীর করা মানহানির মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার সকালে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ হাজার কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন যুব মহিলা লীগের জামালপুর শাখার আহবায়ক ফারজানা ইয়াসমীন লিটা।

মামলায় বলা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর জার্নাল নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে লক্ষ্য করে নারীকে অবমাননা করে বক্তব্য রাখেন। যা সমগ্র নারীর মর্যাদাকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানিকর। মামলায় ২০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালতের বিজ্ঞ বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Exit mobile version