Site icon Jamuna Television

ঘনিয়ে আসছে ঈদ, ছুটির দিনে মার্কেটে উপচেপড়া ভিড়

রমজান মাসের ১৭ দিন পেড়িয়ে গেছে। এগিয়ে আসছে ঈদুল ফিতর। ইতোমধ্যে রাজধানীর বাজারে বাজারে ভিড় বাড়তে শুরু হয়েছে ক্রেতাদের। শুক্রবার (২৯ মার্চ) ছুটির দিন হওয়ায় নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।

সরেজমিন দেখা যায়, পরিবারের সদস্যসহ নিজের জন্য পোশাক কিনতে আগেভাগেই মার্কেটে এসেছেন অনেকে। নিউমার্কেট ছাড়াও গাউছিয়া, চাঁদনীচক, মৌচাক, ইস্টার্ন প্লাজা, ফরচুন মার্কেটেও প্রচণ্ড ভিড় দেখা যায়। বড় বিপনি-বিতান এবং মার্কেটের ভেতরের দোকান থেকে শুরু করে ফুটপাত, ভ্রাম্যমাণ দোকানগুলোতেও ঈদের কেনাকাটায় করতে ভিড় করছেন ক্রেতারা।

রোজার শুরু থেকেই ক্রেতাদের উপস্থিতিতে এবারের বিক্রি নিয়েও সন্তুষ্ট ব্যবসায়ীরা। ক্রেতাদের এমন সমাগম দেখে ঈদে ভালো বিক্রির আশা দেখছেন বিক্রেতারা। বলছেন, রোজার অর্ধেক পেড়িয়ে যাওয়ায় আর ছুটির দিন হওয়ায় ক্রেতারা ভিড় করছেন। সেই সঙ্গে বাড়ছে বিক্রিও।

তবে, দাম বেশি এমন অভিযোগ ক্রেতাদের। তবুও ঈদ উপলক্ষ্যে কিনতে যে হবেই। পোশাকের সাথে মিলিয়ে অনেককে গয়না, ব্যাগের মতো অনুষঙ্গ কিনতেও দেখা গেছে আজ।

/এমএইচ

Exit mobile version