Site icon Jamuna Television

দুই দশক পর নতুন লোগো প্রকাশ করেছে ল্যাম্বরগিনি

দুই দশকেরও বেশি সময় পর নিজেদের লোগো পরিবর্তন করেছে ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ‘ল্যাম্বরগিনি’। নতুন লোগোটি প্রতিষ্ঠানটির ভিজ্যুয়াল আইডেন্টিটির একটি উল্লেখযোগ্য সংস্করণ। শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে হংকংয়ের ম্যাগাজিন হাইপারবিস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই রূপান্তরটি ‘ল্যাম্বরগিনি’র বিস্তৃত কৌশলের একটি অংশ। মূলত এই লোগোর মধ্য দিয়ে টেকসই ও ডিকার্বনাইজেশনের প্রতি ল্যাম্বরগিনির প্রতিশ্রুতিকে নির্দেশ করে। সেই সাথে ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করে।

নতুন লোগোটিতে, ‘ল্যাম্বরগিনি’র নাম কালো, সাদা, হলুদ এবং সোনালি রঙের মিশ্রণ রয়েছে। যা স্বচ্ছতা এবং পরিশীলিততার সাথে ব্র্যান্ডের পরিচয়ের প্রতীক।

/এআই

Exit mobile version