Site icon Jamuna Television

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম লালচান মিয়া (৩৭)। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দের নগর মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালচান মিয়া ওই গ্রামের হারেজ আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে লালচান মিয়া তার জমিতে সেচপাম্পের সাহায্যে পানি দিতে যায়। জমিতে পৌঁছানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

উল্লেখ্য, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেয়া হবে।

/এমএইচআর

Exit mobile version