Site icon Jamuna Television

জুম্মার নামাজে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জুম্মার নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত মুসল্লির নাম শাহিনুর রহমান। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শাহিনুর রহমানের বাড়ি ঈশ্বরীপুরের শ্রীফলকাটি গ্রামে। তিনি পেশায় ছিলেন একজন তরকারি ব্যবসায়ী। মৃতের মামাতো ভাই শাহিন বলেন, বাড়িতে কাজ শেষে গ্রামের কাজীপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে যান শাহিনুর। সিজদায় গিয়ে আর উঠতে পারেনি। সেখানেই মারা যান তিনি। তার আট বছর ও চার মাস বয়সী দুটি মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, আগে থেকেই কিডনি জনিত রোগে ভুগছিলেন শাহিনুর। তবে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ অবস্থায় ছিলেন। আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

/এমএইচআর

Exit mobile version