Site icon Jamuna Television

‘সাংবাদিকদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে না’

ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাইবার অপরাধীদের জন্যই করা হয়েছে। সাংবাদিকদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে না, বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবিতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ৩য় সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, যেকোন আইনের সংশোধন এবং পরিবর্তনযোগ্য। ডিজিটাল অপরাধ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার হাত থেকে গণতন্ত্র ও জনগণকে রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র শীর্ষপর্যায়ের ব্যক্তিরাই করবেন না, নারী সাংবাদিকদেরও এ বিষয়ে কাজ করতে হবে। গণমাধ্যমের জন্য যে আইন করা হচ্ছে তার প্রত্যেকটি রক্ষা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

Exit mobile version