Site icon Jamuna Television

মুকেশ আম্বানির মেয়ের বাড়ি কিনে নিলেন জেনিফার লোপেজ

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির লস এঞ্জেলসের বাড়ি বিক্রি হলো। কিনে নিলেন বিখ্যাত মার্কিন গায়িকা জেনিফার লোপেজ। ঈশার ফ্যান পেজ থেকে এসব তথ্য জানা গেছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের ওপর নির্মিত। বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, রয়েছে ২৪টি বাথরুম। অন্দরসজ্জা দেখলে চোখে–ঝিলমিল লেগে যাবে। শুধু তাই নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালন কী নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও।

৬৬৯ কোটি ৪৫ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা দিয়ে এই বাড়ি কিনে নিয়েছেন জেনিফার লোপেজ। স্বামী বেন অ্যাফ্লেককে নিয়ে এখন তার ঠিকানা ওই বাড়িই। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

কিছুদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। তিন খান থেকে শুরু করে হলিউড গায়িকা রিহানা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে।

এটিএম/

Exit mobile version