Site icon Jamuna Television

কলকাতায় কাজল, জানা গেল নতুন ছবির নাম

সিনেমার শুটিং এ কলকাতা গিয়েছেন বলিউড তারকা কাজল দেবগণ। শুক্রবার (২৯ মার্চ) সকালে বিমানবন্দরে এই তারকার দেখা পান পাপ্পারাজ্জিরা। এ সময় সাথে ছিলেন আরেক অভিনেতা রনিত রায়।

আগেই খবর বের হয়েছিল কাজলের আসন্ন ছবি ‘মা’র জন্য কলকাতায় পা রাখবেন তিনি। জানা গেছে, ছবির শ্যুটিং হবে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে।

নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া। ছবিটির প্রযোজনা করছেন খোদ অজয় দেবগনই।

অভিনেত্রী হিসেবে কাজলের বহুমুখী প্রতিভার আলাদা করে কোনো প্রমাণের প্রয়োজন নেই। ‘বাজিগর’ তার জায়গা পাকা করেছে বলিউডে। ‘দ্য ট্রায়াল’ দিয়ে তার ওটিটি-তেও আত্মপ্রকাশ ৪৯ বছরের অভিনেত্রী। অজয় দেবগনের প্রযোজনায় এবং বিশাল ফুরিয়ার পরিচালনায় ভয়ের ছবি ‘মা’ নিয়েই বড়পর্দায় ফিরছেন তিনি। এই প্রথম কোনো ভৌতিক গল্পের অংশ হতে চলেছেন কাজল। 

এটিএম/

Exit mobile version