Site icon Jamuna Television

আন্দোলনে অসুস্থ দুই বুয়েট শিক্ষার্থী, কর্মসূচি সংক্ষিপ্ত

ফাইল ছবি

বুয়েটে ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলনে এখন পর্যন্ত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় আজকের মতো আন্দোলন সংক্ষিপ্ত করার ঘোষণা দেয়া হয়েছে। তবে আগামীকাল রোববার (৩১ মার্চ) জাতীয় শহীদ মিনারে অবস্থান নেবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, যেহেতু তাদের দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা আগামীকাল কোনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

এর আগে, ক্যাম্পাসে ‘বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের অভিযোগ তুলে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি গত বুধবার মধ্যরাতের পর বহিরাগত কিছু নেতাকর্মী নিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালান।

এরপর আন্দোলনের মুখে অভিযুক্ত ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য গঠন করা হয় তদন্ত কমিটি।

এটিএম/

Exit mobile version