Site icon Jamuna Television

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ সহ্য করা হবে না: ওবায়দুল কাদের

ফ্রি স্টাইলে আওয়ামী লীগ চলতে পারে না; কারও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের দায়ও দল নেবে না- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৩০ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রংপুর বিভাগের নেতৃবৃন্দের সাথে বৈঠকের শুরুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন।

কেউ অযাচিত বক্তব্য দিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। উপজেলা নির্বাচনে সম্পূর্ণভাবে সুষ্ঠু ভোট চান বলেও জানান তিনি।

এ সময় বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তাদের কথায় দেশের রাজনীতি চলবে না। সব হারিয়ে শক্তি কমে গেছে বলেই বিএনপির নেতাদের মুখের বিষ বেড়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

/এনকে

Exit mobile version