Site icon Jamuna Television

তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি আর নেই

চলে গেলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল বালাজি (৪৮)। তিনি বিশেষ করে খল চরিত্রের জন্য জনপ্রিয় ছিলেন। শুক্রবার (২৯ মার্চ) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ড্যানিয়েল। বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এদিন মধ্যরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে অভিনেতার। চিকিৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ড্যানিয়েল।

মূলত তামিল সিনেমায় খল অভিনেতার চরিত্রেই বেশি কাজ করেছেন ড্যানিয়েলকে। কমল হাসানের মারুধুনায়গামে ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি। টেলিভিশনেও কাজ করেছেন।

২০২২ সালের এপ্রিলে ‘মাধাথিল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় ড্যানিয়েলের। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে খুব অল্প সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি।

এটিএম/

Exit mobile version