Site icon Jamuna Television

আজ ডার ক্লাসিকার, মুখোমুখি বায়ার্ন-ডর্টমুন্ড

জার্মান লিগ বুন্দেসলিগার এবারের মৌসুমের ২৭ তম ম্যাচ ডে তে মুখোমুখি হবে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার (৩০ মার্চ) মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে এ ম্যাচ। ঐতিহ্যগতভাবে দুদলের ম্যাচকে ‘ডার ক্লাসিকার’ নামে ডাকা হয়ে থাকে।

এদিকে ম্যাচের আগে বায়ার্ন শিবিরে ভালো খবর তারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও কিংসলে কোমানের ফিরে আসা। লিগে বায়ার্নের হয়ে সবশেষ ম্যাচেও খেলেছিলেন কেইন। ডার্মস্টাডের বিপক্ষে দলের ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে একবার জালে বল পাঠিয়ে জার্মান লিগের ইতিহাসে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন ইংলিশ অধিনায়ক। এ দুই তারকার ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ টমাস টুখেল।

অপরদিকে ডর্টমুন্ডে র‍্যামি বেনসাবাইনি হাটুর ইনজুরির কারনে রয়েছেন মাঠের বাইরে। গ্রেগর কোবেল অসুস্থতার কারনে এখনও দলে নিশ্চিত নয়।

এদিকে এবারের আসরে ২৬ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বায়ার্ন। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ৫০ পয়েন্টে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে বরুশিয়া ডর্টমুন্ড। ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার লেভারকুজেন।

/এমএইচআর

Exit mobile version