Site icon Jamuna Television

দেশের মানুষ সুখে থাকুক বিএনপি চায় না: মুক্তিযুদ্ধ মন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

বাংলাদেশের মানুষ ভালো ও সুখে থাকুক বিএনপি এটি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম কমেছে। জিনিসপত্রের দাম কমেছে মানুষ একটু স্বস্তিতে আছে এখন বিএনপি ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো আছে এটি তারা সহ্য করতে পারছে না।

টাঙ্গাইল-৪ আসনের এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী।

/এনকে

Exit mobile version