Site icon Jamuna Television

বিএনপি বঙ্গবন্ধুকে কৃতিত্ব দিলেও আ. লীগ জিয়াউর রহমানকে ছোট করে: মেজর (অব.) হাফিজ

বিএনপি বঙ্গবন্ধুকে কৃতিত্ব দিলেও, আওয়ামী লীগ সবসময় জিয়াউর রহমানকে ছোট করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (৩০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করে তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু সবকিছুর কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ। কোনো নির্দিষ্ট দল নয়, সাধারণ জনতাই মুক্তিযুদ্ধ করেছে। যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, তা ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের লক্ষ্যগুলো ধ্বংস করে দিয়েছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ সময় পাকিস্তানি আমলে যেসব নির্বাচন হয়েছে, তা সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version