Site icon Jamuna Television

মস্কো হামলা: সন্দেহভাজন ৯ জন আটক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে গত ২২ মার্চ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই হামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৯ জনকে। তাদেরকে আটক করা হয় মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান থেকে। খবর আল জাজিরা।

তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি দেশটির ভাকদাত নগরী থেকে ৯ জনকে আটক করে। তারা এখন রাজধানী দুশানবেতে রয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলছেন, পশ্চিমাদের সাথে এক হয়ে ইউক্রেনের গোয়েন্দারা হামলাকারীদের সহায়তা করেছিল। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

অপরদিকে তাজিকিস্তান রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লকের অন্যতম সদস্য দেশ। সেদেশে রুশ সামরিক ঘাঁটিও রয়েছে। এছাড়া তাজিকিস্তানের প্রায় প্রতিটি পরিবারেরই অন্তত একজন সদস্য জীবিকার জন্য রাশিয়ায় পাড়ি দেয়।

উল্লেখ্য, রাশিয়ার কনসার্ট হলে হামলায় অন্তত দেড় শতাধিক মানুষ নিহত হয়। এদিকে ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে হামলার ফুটেজও প্রকাশ করে।

/এমএইচআর

Exit mobile version