
নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চূড়ান্ত বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (৩০ মার্চ) রাজধানীর বারিধারায় নেপাল দূতাবাসে ‘প্রি-ইভেন্ট সেমিনার অন দ্য থার্ড নেপাল ইনভেস্টমেন্ট সামিট-২০২৪’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি।
নসরুল হামিদ বলেন, ভারতীয় গ্রীড ব্যবহার করে দেশের ভেড়ামারার এইচবিসি সাব-স্টেশনের অব্যবহৃত সক্ষমতার মাধ্যমে আসবে এ বিদ্যুৎ। তবে নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি সঞ্চালন লাইন তৈরি করা গেলে বিদ্যুৎ আমদানির সঙ্গে সঙ্গে রফতানিও করা যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, নেপালের ন্যাশনাল ইলেক্ট্রিসিটি অথরিটি (এনইএ) এবং পিডিবি মাঝে ট্যারিফ নির্ধারণ প্রায় সম্পন্ন হয়েছে। নেপাল ও ভারতে বিদ্যুৎ বিক্রির সুযোগ রেখে নেপালের সুঙ্কোশি-৩ প্রকল্পে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিনিয়োগ করবে। ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে।
টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রতিবেশি দেশগুলোর একসঙ্গে কাজ করা অপরিহার্য বলেও জানান তিনি।
/এএস



Leave a reply