Site icon Jamuna Television

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের পার্শ্ববর্তী ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা ওসি মো. সোহাগ রানা। নিহত আপন বেগম (৩৫) বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর এলাকার মাহফুজ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আপন বেগম বাড়ির পাশে ফসলি জমির মাঠ থেকে গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

/এএস

Exit mobile version