Site icon Jamuna Television

পাঞ্জাবকে ২১ রানে হারিয়ে আসরের প্রথম জয় পেলো লাখনৌ

ছবি: ক্রিকইনফো।

আইপিএলের একমাত্র ম্যাচে পাঞ্জাব কিংসকে ২১ রানে হারিয়ে আসরের প্রথম জয় পেলো লাখনৌ সুপার জায়ান্টস। ২০০ রানের টার্গেটে ১৭৮ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৭৮ রানে ৩ উইকেট হারায় লাখনৌ। ৫৪ রান করে আউট হন ওপেনার কুইন্টন ডি কক। ৪২ রান করে রাবাদার শিকার হন অধিনায়ক নিকোলাস পুরান। দলের কেউ আর করতে পারেননি বলার মত স্কোর। ফলে ক্রুনাল পান্ডিয়ার অপরাজিত ৪৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে লাখনৌ। পাঞ্জাবের হয়ে তিন উইকেট নেন স্যাম কারান।

জবাবে উদ্বোধনী জুটি থেকে ১০২ রানের পার্টনারশীপে উড়ন্ত সূচনা পায় পাঞ্জাব। জুটি ভাঙে ৪২ রানে জনি বেয়ারস্টো আউট হলে। প্রাভসিমরান সিং ও জিতেশ শর্মাকে আউট করে জোড়া উইকেট শিকার করেন ইয়াদাভ। ৭০ রান করা অধিনায়ক শিখর ধাওয়ানকে কযাচ আউটের ফাদে ফেলেন মহসিন খান। এরপর লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ২৮ রান কেবল কমায় হারের ব্যবধান।

/এএস

Exit mobile version