Site icon Jamuna Television

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে একটি কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৩১ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশটি ধুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন, বরগুনা জেলার সোনাখালী এলাকার আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস (৩৫) এবং সিরাজগঞ্জ জেলার নূর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশেকপুর এলাকায় প্রাইভেটকারটি একটি কাভার্ডভানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হযন। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। বর্তমানে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/আরএইচ 

Exit mobile version