Site icon Jamuna Television

দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই: অর্থমন্ত্রী

অর্থনীতি এখন আগের চেয়ে অনেক ভালো। কোনও সংকট নেই বলে মন্তব্য করেছেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বিদেশি সংস্থাগুলোও এখন বাংলাদেশের প্রশংসা করছে।

রোববার (৩১ মার্চ) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

সচিবালয়ে প্রায় দুই ঘণ্টার আলোচনায় ঘুরে ফিরেই সামনে আসে, পণ্যমূল্য, ব্যাংক খাতের অনিয়ম, করকাঠামো, আর্থিক খাত, পুঁজিবাজার প্রসঙ্গ।

বাজেট আলোচনায় মন্ত্রী বলেন, বলা হয়েছিল বাংলাদেশ শ্রীলংকা হবে। কিন্তু হয়নি। আলোচনায়, অর্থনৈতিক সাংবাদিকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাত সুরক্ষায় পদক্ষেপ নেবার তাগিদ দেন তিনি।

এছাড়া ব্যাংক খাতের জন্য কমিশন এবং আর্থিক খাতের শৃংখলা ফিরিয়ে আনতে রোডম্যাপ তৈরীর পরামর্শ দেয়া হয়। অর্থমন্ত্রী মনে করেন, দেশের অর্থনীতি এখন আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। সংকট থেকে ক্রমান্বয়ে ভালো অবস্থার দিকে যাচ্ছে, দেশের অর্থনীতি।

এটিএম/

Exit mobile version