Site icon Jamuna Television

বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভাই-বোন নিহত, আহত বাবা-মা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সহোদর ভাই-বোন নিহত হয়েছেন। রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, আনাছ আহনাফ (২) ও মাশুরা তানাছ (১৬)। এ ঘটনায় তাদের বাবা মোকাদ্দেস রহমান তোরাব ও মা মনিরা বেগমসহ তিনজন আহত হয়েছেন। তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার চর শিমুলচরা গ্রামে।

পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘জামান’ ফিলিং স্টেশনের কাছে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইবোনের মৃত্যু হয়। এছাড়া আরও তিনজন আহত হন।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানিয়েছেন, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

/আরএইচ

Exit mobile version