Site icon Jamuna Television

ইতালির প্রধানমন্ত্রী ভেবে স্বাগত জানানো হলো আরেকজনকে

প্রধানমন্ত্রী ছবি: ইন্সটাগ্রাম

সফরে আসা অতিথিকে চিনতেই ভুল করলেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ইতালির প্রধানমন্ত্রী ভেবে স্বাগত জানালেন আরেক কর্মকর্তাকে। জানিয়েছে সৌদি ভিত্তিক গণমাধ্যম আরব নিউজ।

বৈরুত বিমানবন্দরে ঘটে এমন কাণ্ড। দুদিনের সফরে লেবাননে যান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনায় প্রস্তুত ছিলেন মিকাতি। তখনই ঘটে বিভ্রান্তি। বিমান থেকে নেমে আসা ইতালীয় এক নারী কর্মকর্তাকেই মেলোনি ভেবে করমর্দন ও জড়িয়ে ধরেন তিনি। ওই প্রতিনিধিকে পাশে নিয়ে উল্টো ফিরে যাচ্ছিলেন তিনি। আরেক কর্মকর্তা ভুল ধরিয়ে দেয়ার পর আবার ঘুরে দাঁড়ান প্রধানমন্ত্রী মিকাতি।

এরপর বিমানের দরজায় উঁকি দিয়ে তাকান মেলোনির দিকে। হাসিমুখেই অবশ্য পরিস্থিতি সামলে নেন লেবানিজ প্রধানমন্ত্রী। অভিবাদন জানান মেলোনিকে। মেলোনিও তার উষ্ণ অভ্যর্থনার জবাব দেন।

/এএম

Exit mobile version