Site icon Jamuna Television

জামালপুরে ছেলের দা’র কোপে মায়ের মৃত্যু

অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রী ও মায়ের কথা কাটাকাটি ঘটনায় ছেলের দায়ের কোপে রাবেয়া খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুরে পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন ওই এলাকার মৃত হযরত আলী দানবের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মো. জাহিদ (২৫)। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দুপুরে জাহিদের মায়ের সাথে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিল। এসময় বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান রাবেয়া খাতুন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ছেলেকে গ্রেফতারের অভিযান চালায়। এসময় বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়।

/এনকে

Exit mobile version