Site icon Jamuna Television

জলদস্যুদের কবল থেকে ইরানি নৌযান উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী 

এবার সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে ইরানের জেলেদের একটি নৌকা উদ্ধার করলো ভারতের নৌবাহিনী। নৌকাটিতে মোট ২৩ জন ক্রু ছিল। শনিবার (৩০ মার্চ) এই উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিডিওতে দেখা যায়, মাছ ধরার নৌকাটিকে ঘিরে রেখেছে ছোট ছোট কয়েকটি নৌকা। এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানায়, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) ইরানের জেলেদের নৌকাটিকে আরব সাগরে সোমালিয়া উপকূলে ছিনতাইয়ের চেষ্টা করে জলদস্যুরা। পরে ভারতের দুটি যুদ্ধজাহাজ ১২ ঘণ্টার বেশি সময় ধরে চালানো অভিযানে তাদের উদ্ধার করে। এসময় ৯ জলদস্যু আত্মসমর্পণ করেছে। আটক জলদস্যুদের ভারতে নেয়া হয়েছে।

সম্প্রতি, ছিনতাইয়ের প্রায় তিন মাস পর মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন উদ্ধার করে ভারতীয় নৌ বাহিনী। তখন জলদস্যুদের কবল থেকে ১৭ ক্রুকে উদ্ধার করা হয়।

/এএম

Exit mobile version