Site icon Jamuna Television

ব্রাইটনকে হারিয়ে শীর্ষে লিভারপুল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচ শুরুর দুই মিনিটেই ড্যানি ওয়েলব্যাকের গোলে পিছিয়ে পরে অলরেডরা। তবে আক্রমণের পসরা সাজিয়ে সালাহ-দিয়াজের গোলে জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো অলরেডরা।

রোববার (৩১ মার্চ) নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে আতিথ্য জানায় লিভারপুল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় ব্রাইটন। বক্সে সতীর্থের সঙ্গে বল দেয়া-নেয়া করে ডান পায়ের জোরালো শটে গোল করেন ৩৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়েলবেক।

এরপর গোল শোধে মরিয়া লিভারপুল একের পর এক আক্রমণ শাণায়। বেশ কয়েকবার গোলের সুযোগ নষ্ট করার পর ম্যাচের ২৭ মিনিটে সমতায় ফেরে লিভারপুল। কর্নার থেকে মোহাম্মদ সালাহর মাথা হয়ে ব্রাইটনের এক খেলোয়াড়ের পা ছুঁয়ে বল চলে যায় লুইস দিয়াজের কাছে। কলম্বিয়ান উইঙ্গারের ভলি খুঁজে নেয় ব্রাইটনের জাল। অফসাইডের আবেদন করেছিলেন ব্রাইটনের খেলোয়াড়েরা। রেফারি ও ভিএআর, কেউই সেই দাবিতে টলেননি। ম্যাচে সমতায় ফেরে অলরেডরা।

ম্যাচের ৩২ মিনিটে আরেকটি সুযোগ পান সালাহ। তার বাঁ পায়ের শট ঠেকান ব্রাইটনের গোলরক্ষক। পাঁচ মিনিট পর কাছ থেকে নুনেসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে লিভারপুল। ম্যাচের ৬৬ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান তিনি। চলতি মৌসুমে লিগে এটি সালাহর ১৬তম গোল। এর ৭ মিনিট পর ব্রাইটনের জালে আরেকবার বল জড়িয়েছিলেন দিয়াজ। এবার অবশ্য আগেই উঠে গিয়েছিল সহকারী রেফারির অফসাইডের পতাকা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।

/আরআইএম

Exit mobile version