Site icon Jamuna Television

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে রিট

ফাইল ছবি

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি। সোমবার (১ এপ্রিল) সকালে রিটটি করেন তিনি।

জানা গেছে, দুপুরে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ারের বেঞ্চে রিটটির শুনানির কথা রয়েছে।

২০১৯ সালে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় বুয়েটে। এরপর গত কয়েক বছরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কার্যক্রম বন্ধ ছিল।

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই ইস্যুকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। এই উত্তেজনার মধ্যেই এবার আদালতের দ্বারস্ত হলেন ছাত্রলীগ কর্মী ইমিতিয়াজ।

/এনকে

Exit mobile version