Site icon Jamuna Television

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

নতুন করে ১৬১টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়।

এসব উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২১ মে। ভোটাররা সকাল ৮টা থেকে বিকেল চারটার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২১ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল। প্রার্থীরা ভোট থেকে নিজেদেরকে প্রত্যাহার করতে পারবেন ৩০ এপ্রিলের মধ্যে। আর ২ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

দেশের ৪৮১ টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চারটি ধাপে। এর আগে, প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোটগ্রহণ করা হবে ৮ মে।

/এনকে

Exit mobile version