Site icon Jamuna Television

‘বুয়েটে কোনো জঙ্গি সক্রিয় আছে কি না নিশ্চিত হতে হবে’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক দলের পরিচয়ের বাইরে কোনো জঙ্গি আছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, বুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান রেখেই বলছি, এখানে রাজনৈতিক দলের পরিচয়ের বাইরে কোনো জঙ্গি আছে কি না সেটাও নিশ্চিত হতে হবে। বুয়েটের শিক্ষার্থী হলে ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করতে পারবে না এটা কেমন বিচার।

সোমবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেছেন, বুয়েটকে বিরাজনীতিকরণ প্রক্রিয়া বাংলাদেশকেই বিরাজনীতিকরণ কি না তা ভেবে দেখা দরকার।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে অপশক্তি নির্বাচন বর্জন ও বানচাল করতে চেয়েছিল, তারা ভেবেছিল বিশ্বের অন্যান্য দেশের সমর্থন পাবে। তবে বিশ্বের পরাশক্তিসহ বেশিরভাগ দেশ বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করেছে।

/এমএন

Exit mobile version