Site icon Jamuna Television

লিড ৪৫৫, কত রানে থামবে শ্রীলঙ্কা?

আরও একটি টেস্ট হার চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশকে। ফলো-অনে ব্যাট করতে না হলেও শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে ৪৫৫ রানে। চট্টগ্রাম টেস্টে ৬ উইকেটে ১০২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে লঙ্কানরা ৫৩১ রানে থেমেছিল। আর বিপরীতে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় নাজমুল শান্তদের ইনিংস। ক্যাচ মিসের সাথে ব্যাটিং ব্যর্থতায় পাহাড়সম লক্ষ্য তাড়া করতে হবে বাংলাদেশকে।

দ্বিতীয় ইনিংসে সোমবার (১ এপ্রিল) ব্যাট করতে নেমে লিটন-শান্ত-মিরাজদের ব্যাটিং ভূত চেপে বসে লঙ্কান ব্যাটিংয়ে। করুনারত্নে-নিশান-মেন্ডিস-চান্দিমাল-ধনাঞ্জয়াদের কেউই টিকতে পারেননি। আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন অভিজ্ঞ ম্যাথিউস ও স্পিনার প্রভাত জয়সুরিয়া। ম্যাথিউস ৩৯ রানে ও জয়সুরিয়া ৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছেন।

ইতোমধ্যে শ্রীলঙ্কার ৪৫৫ রানের লিড হয়েছে। চতুর্থ দিনের প্রথম সেশনে সেই লিডকে আরও বাড়িয়ে নিতে চাইবে সফরকারীরা। তাদের সেই লড়াইকে ম্যাথিউস কতটুকু এগিয়ে নিতে পারেন সেটিই দেখার বিষয়। যদিও শান্ত-লিটন-মিরাজ-দিপু-জয়দের যে হতশ্রী ব্যাটিং তাতে শ্রীলঙ্কার জয় পাওয়ার মতো সংগ্রহ হয়ে গেছে বলে ধরাই যায়।

/এনকে

Exit mobile version